সংবাদ শিরোনাম ::
বিজ্ঞপ্তি ::
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক:: বাংলাদেশে সন্ত্রাসী হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে হালনাগাদ ভ্রমণ পরামর্শে এ সতর্কবার্তা দেয়।
ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, বাংলাদেশে নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা-সমাবেশসহ বিভিন্ন জায়গা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
হাইকমিশন আরও জানিয়েছে, কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে, যাদের ইসলামবিরোধী জীবনধারা বা মতামত রয়েছে বলে তারা মনে করে। এই সতর্কতার পর বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।