জেষ্ঠ্য উপদেষ্টাদের আদর্শিক পরাজয় হয়েছে!

- আপডেট সময় : ১২:১৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
নাদিম মাহমুদ: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস কাটছাঁট করতে কৌশলে জেষ্ঠ্য উপদেষ্টারা “সম্ভবত” নবীনদের কাঁধে চাপিয়েছেন। কারণ এই নবীনরা ব্যতিত বাকীরা সবাই বঙ্গবন্ধুকে জাতির পিতা মেনেই চাকরি করেছে, ৭ ই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ জেনেই একাত্তরকে ধারণ করে এসেছেন।
যারা ওইগুলো করেছেন স্বভাবত তাদের মুখ থেকে যদি শোনা যেত যে, শেখ মুজিবুর জাতির পিতা “অবশ্যই না” তাহলে নিজেদের সারা জীবনের জানা শোনা কিংবা ধারণ করায় টান পড়ত। আর তাই কৌশলে অনুজদের কোটে বল দিয়ে রেখেছেন, তারাই বলছেন, বিভাজনের কথা।
কিন্তু পরিতাপের বিষয়, অনুজ উপদেষ্টারা বললেও জেষ্ঠ্যরা এই দায় থেকে মুক্তি পাবেন না। কারণ তাদের আর্দশিক পরাজয় ঘটেছে।
সরকারের ভিতর যদি সরকার তৈরি হয়, তাহলে বলবার কিছু নেই। শুধু একটা কথা বলি, যে মানুষগুলো সারাজীবন পত্র-পত্রিকায় সত্য ও ন্যায়ের বুলি লিখে বা বলে গেল, সেই মানুষগুলোর যাপিত আর্দশিক অপমৃত্যু আমাদের সমাজে কিছু গ্রে এরিয়া তৈরি করে রাখল যা ইতিহাস কখনোই ক্ষমা করবে না। আমি নিশ্চিত এই মানুষগুলো যদি ক্ষমতার স্বাদ না পেতো আজকে তাঁরাও আমাদের মত হয়ত প্রতিবাদ করত। ক্ষমতা যদি মানুষের বিবেক ও চোখের আলো কেড়ে নেয়, তাহলে বাকীটা জীবন রোডপসিনবিহীন চোখেই চলতে হবে।
লেখক:
সাংবাদিক ও গবেষক