ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম... সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে...

গোমস্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ও আলিনগর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকদের মধ্যে আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিম শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ২৩ জনের নাম উল্লেখ এবং আরো ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু সরকারকে আটক করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ সাত জন পুলিশ সদস্য আহত হন।

আগুনে দগ্ধ ৬ জনের মধ্যে পাঁচ জনই না ফেরার দেশেআগুনে দগ্ধ ৬ জনের মধ্যে পাঁচ জনই না ফেরার দেশে
এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক বাদী হয়ে গোমস্তাপুর থানায় শুক্রবার মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, ডিউটি অফিসার এসআই মামুন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গোমস্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ও আলিনগর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকদের মধ্যে আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিম শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ২৩ জনের নাম উল্লেখ এবং আরো ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু সরকারকে আটক করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ সাত জন পুলিশ সদস্য আহত হন।

আগুনে দগ্ধ ৬ জনের মধ্যে পাঁচ জনই না ফেরার দেশেআগুনে দগ্ধ ৬ জনের মধ্যে পাঁচ জনই না ফেরার দেশে
এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক বাদী হয়ে গোমস্তাপুর থানায় শুক্রবার মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, ডিউটি অফিসার এসআই মামুন।