ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম... সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে...

কেন ভারতীয় কাঁচামরিচ বর্জন করলো সাংবাদিক উৎপল দাস?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৭২ বার পড়া হয়েছে

সম্পাদকীয় :

কলিকাল এবং শনিবার! দিনান্তে তিন রাস্তার মোড় যে ভয়ংকর সুন্দর সেটা হয়তো মেধাবীরা জানেই না!!! সুবোধ হও, মেবাধী হওয়ার আগে… সন্নাসী- বাউলের কথা গো দাদা ঠাঁকুর।

উল্লেখ্য, বহুদিন পর বাজারে গিয়েছিলাম কাঁচামরিচ কিনবো বলে, যখন শুনলাম এগুলো ভারতীয়। সাথে সাথেই কাঁচামরিচ বয়কট করলাম। দাম কেজিপ্রতি মাত্র ৩৫০ টাকা। ১০০ গ্রাম কিনলেই হতো, কিনি নাই। একা মানুষের জন্য ১০০ গ্রাম কাঁচামরিচ তিনদিনের খোরাক। যদিও গ্যাসটিকজনিত কারণে আমি এমনিতেই ঝাল কম খাই। আজ বহু জায়গায় ঘুরে ঝাল খেতে ইচ্ছে করেছিল। আমি বয়কট ভারত নীতিতে এখনো পর্যন্ত অটল থাকার লক্ষ্যে কাঁচামরিচ না কিনে হাইব্রিড চায়না গাজর এবং ৬ টা সাগর কলা কিনে ফিরলাম। খরচ হলো, মাত্র ৯৫ টাকা। ৫ টাকার একটা কয়েন পকেটে রেখে দিলাম, কারণ পকেট পুরোপুরি শূণ্য করতে নেই…সন্ন্যাসী হিসাবে এ দিয়ে রাত এবং কাল দুপুর পার হয়ে যাবে।

আগেও বলেছি এখনো বলছি, চীয়না ও হাইব্রিড সাগর কলা নিয়ে কেউ প্রশ্ন তুলবেন না। চায়না তো ভারতের চেয়ে শক্তিশালী। জাতিসংঘের ভেটো পাওয়ারের দেশ। প্রতিবেশী ও প্রভাবশালী ভারত সুমহান মুক্তিযুদ্ধে অসামান্য ও বীরত্বের গৌরবময় অবদান আমৃত্যু আমি স্বীকার করে যাবো। তবে পরবর্তী সময়ে ভারত আমাদের নানা বিষয়ে নায্য হিস্যা বুঝিয়ে দেয়নি, তাই অল্প সঞ্চয় করার জন্য ভারতীয় কাঁচামরিচ কিনলাম না।

মেধাবী ভাইয়েরা আমার, আপনারা বাংলাদেশের ইতিহাসে সাধারণ মানুষের হৃদয়ে স্থান পাবেন ঠিক তখনই যখন বাজার সিন্ডিকেটের অসুরদের বদ করতে পারবেন। আর অসুর বধ করার পদ্ধতি জানতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে শর্ত প্রযোজ্য: বিনা পারিশ্রমিকে কোনো পরিকল্পনা আমি দিবো না। এখন আপনারা যা ভালো মনে করেন৷

উৎপল দাস, দেশপ্রেমিক সাংবাদিক

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কেন ভারতীয় কাঁচামরিচ বর্জন করলো সাংবাদিক উৎপল দাস?

আপডেট সময় : ০৪:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

সম্পাদকীয় :

কলিকাল এবং শনিবার! দিনান্তে তিন রাস্তার মোড় যে ভয়ংকর সুন্দর সেটা হয়তো মেধাবীরা জানেই না!!! সুবোধ হও, মেবাধী হওয়ার আগে… সন্নাসী- বাউলের কথা গো দাদা ঠাঁকুর।

উল্লেখ্য, বহুদিন পর বাজারে গিয়েছিলাম কাঁচামরিচ কিনবো বলে, যখন শুনলাম এগুলো ভারতীয়। সাথে সাথেই কাঁচামরিচ বয়কট করলাম। দাম কেজিপ্রতি মাত্র ৩৫০ টাকা। ১০০ গ্রাম কিনলেই হতো, কিনি নাই। একা মানুষের জন্য ১০০ গ্রাম কাঁচামরিচ তিনদিনের খোরাক। যদিও গ্যাসটিকজনিত কারণে আমি এমনিতেই ঝাল কম খাই। আজ বহু জায়গায় ঘুরে ঝাল খেতে ইচ্ছে করেছিল। আমি বয়কট ভারত নীতিতে এখনো পর্যন্ত অটল থাকার লক্ষ্যে কাঁচামরিচ না কিনে হাইব্রিড চায়না গাজর এবং ৬ টা সাগর কলা কিনে ফিরলাম। খরচ হলো, মাত্র ৯৫ টাকা। ৫ টাকার একটা কয়েন পকেটে রেখে দিলাম, কারণ পকেট পুরোপুরি শূণ্য করতে নেই…সন্ন্যাসী হিসাবে এ দিয়ে রাত এবং কাল দুপুর পার হয়ে যাবে।

আগেও বলেছি এখনো বলছি, চীয়না ও হাইব্রিড সাগর কলা নিয়ে কেউ প্রশ্ন তুলবেন না। চায়না তো ভারতের চেয়ে শক্তিশালী। জাতিসংঘের ভেটো পাওয়ারের দেশ। প্রতিবেশী ও প্রভাবশালী ভারত সুমহান মুক্তিযুদ্ধে অসামান্য ও বীরত্বের গৌরবময় অবদান আমৃত্যু আমি স্বীকার করে যাবো। তবে পরবর্তী সময়ে ভারত আমাদের নানা বিষয়ে নায্য হিস্যা বুঝিয়ে দেয়নি, তাই অল্প সঞ্চয় করার জন্য ভারতীয় কাঁচামরিচ কিনলাম না।

মেধাবী ভাইয়েরা আমার, আপনারা বাংলাদেশের ইতিহাসে সাধারণ মানুষের হৃদয়ে স্থান পাবেন ঠিক তখনই যখন বাজার সিন্ডিকেটের অসুরদের বদ করতে পারবেন। আর অসুর বধ করার পদ্ধতি জানতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে শর্ত প্রযোজ্য: বিনা পারিশ্রমিকে কোনো পরিকল্পনা আমি দিবো না। এখন আপনারা যা ভালো মনে করেন৷

উৎপল দাস, দেশপ্রেমিক সাংবাদিক