ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম... সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে...

কুয়াশায় মোড়ানো রাজশাহীসহ বরেন্দ্রাঞ্চল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ,রাজশাহীঃগত কয়েকদিন ধরে রাজশাহীসহ পুরো বরেন্দ্রাঞ্চল।পুরো মৌসুমে এ অঞ্চলে তেমন শীতের অনুভূতি ছিল না। শীতের প্রস্তুতি হিসেবে মোটা পোশাক গায়ে জড়িয়ে বের হয়ে অনেক সময় অস্বস্তিতে পড়তে হয়েছে।

তবে বুধবার (২২ জানুয়ারি) থেকে হঠাৎ চিত্র পাল্টে যায়। কুয়াশার দাপটে সূর্য উঁকি দিতে বিকেল গড়িয়েছে। এ অবস্থায় ২৩ জানিয়ার বৃহস্পতিবার ও সকাল থেকেই কুয়াশায় মুড়িয়ে রয়েছে এই অঞ্চল। আর এতে করে সকাল থেকেই গত কয়েকদিনের তুলনায় ২২ ও ২৩ জানুয়ারি শীত একটু বেশি অনুভূত হচ্ছে।

কুয়াশার এ চিত্র শুধু রাজশাহীতেই নয়, দেশের উত্তরের বিভিন্ন অঞ্চলেও রয়েছে এর দাপট। সূর্যের দেখা মিলতে দেরি হওয়ায় অনেক এলাকায় তাপমাত্রার পারদও নিচের দিকে। তাতে ভোগান্তিতে পড়েছেন দিনাজপুর, কুড়িগ্রামসহ কয়েকটি জেলার মানুষও।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া পাঁচদিনের প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কুয়াশায় মোড়ানো রাজশাহীসহ বরেন্দ্রাঞ্চল

আপডেট সময় : ০৯:৫৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

আবুল কালাম আজাদ,রাজশাহীঃগত কয়েকদিন ধরে রাজশাহীসহ পুরো বরেন্দ্রাঞ্চল।পুরো মৌসুমে এ অঞ্চলে তেমন শীতের অনুভূতি ছিল না। শীতের প্রস্তুতি হিসেবে মোটা পোশাক গায়ে জড়িয়ে বের হয়ে অনেক সময় অস্বস্তিতে পড়তে হয়েছে।

তবে বুধবার (২২ জানুয়ারি) থেকে হঠাৎ চিত্র পাল্টে যায়। কুয়াশার দাপটে সূর্য উঁকি দিতে বিকেল গড়িয়েছে। এ অবস্থায় ২৩ জানিয়ার বৃহস্পতিবার ও সকাল থেকেই কুয়াশায় মুড়িয়ে রয়েছে এই অঞ্চল। আর এতে করে সকাল থেকেই গত কয়েকদিনের তুলনায় ২২ ও ২৩ জানুয়ারি শীত একটু বেশি অনুভূত হচ্ছে।

কুয়াশার এ চিত্র শুধু রাজশাহীতেই নয়, দেশের উত্তরের বিভিন্ন অঞ্চলেও রয়েছে এর দাপট। সূর্যের দেখা মিলতে দেরি হওয়ায় অনেক এলাকায় তাপমাত্রার পারদও নিচের দিকে। তাতে ভোগান্তিতে পড়েছেন দিনাজপুর, কুড়িগ্রামসহ কয়েকটি জেলার মানুষও।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া পাঁচদিনের প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি